মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে আহত ৬

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,  উপজেলার ভৈরবা বাজারে বিএনপি'র প্রতিবাদ সমাবেশ শেষে করে নেতা কর্মীরা শ্যামকুড় বাজারের মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হন। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত