ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে মৌসুমের তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি।
শাইনপুকুরের ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়ের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সহজ জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল গাজীর দুই ওপেনার। মাত্র ৯ ওভারে ৯২ রানের জুটি গড়েন সাদিকুর ও বিজয়।
সাদিকুর ৩০ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করে রাফিউজ্জামান রাফির বলে কভারে ক্যাচ দেন। এর ঠিক তিন বল পরই বিদায় নেন বিজয়। ২৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করা এই ব্যাটার মিড উইকেটে জুবায়ের হোসেনের হাতে ক্যাচ দেন আল ফাহাদের বলে।
তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি সালমান হোসেন ইমন ও শামসুর রহমান শুভ। ইমন ২৬ বলে ২৩ ও শুভ ২৪ বলে ৩৩ রান করে ১৭.৫ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শাইনপুকুর। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ওপেনার রহমতউল্লাহ আলী বিদায় নেন। ১৭ বলে ৯ রান করে আবু হাসিমের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর মইনুল ইসলাম তন্ময় ও অনিক সরকারের ২৫ রানের জুটি ভাঙেন শামিম মিয়া। ৪৮ রানের মাথায় ১৬ রান করা তন্ময় বোল্ড হন।
এরপর নেমে ৯ বলে ৫ রান করা রহিম আহমেদকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন শামিম। ৭৪ রানের মধ্যে টানা দুই বলে দুই উইকেট হারায় শাইনপুকুর। ৫০ বলে ২৯ রান করা অনিক তোফায়েল আহমেদের বলে লং অনে ক্যাচ দেন। এরপরের বলেই ডাক মেরে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন ফারজান আহমেদ।
তোফায়েল এরপর নিজের ওভারে উইকেটের পেছনে ক্যাচ বানান গোলাম কিবরিয়াকে। শেষ দিকে জুবায়ের হোসেনের ৫৯ বলে ৪৬ রানের লড়াইয়ে দল দেড়শ রানের গণ্ডি পেরোলেও ৩৯.২ ওভারে ১৬১ রানেই অলআউট হয়ে যায় শাইনপুকুর।
গাজী গ্রুপের হয়ে শামিম মিয়া ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন।