টাইব্রেকারের হুলিয়ান আলভারেজের শট জালে জড়ানোর পর স্কোরলাইন শুরুতে দেখাচ্ছিলো ২-২। তবে খানিক পর ভিএআরে বাতিল হয়ে যায় আলভারেজের সেই গোল। জানা যায় ডাবল টাচের কারণে বাতিল হয়েছে সেটি। আলভারেজের সেই শট বাতিল হওয়া নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এ বিষয়ক ফুটবল আইনও সামনে এসেছে।
এবার জানা গেল রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কর্তোয়াই প্রথম আলভারেজের শটের গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছিলেন।
টাইব্রেকারে ডান পা দিয়ে শট নেওয়ার আগে আলভারেজের বাম পা কিছুটা পিছলে বল স্পর্শ করে। দূর থেকে এটা বোঝা না গেলেও জুম করা ছবিতে বা রিপ্লেতে সেটি ধরা পড়ে। ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে শরীরের কোন অংশ দিয়েই দুবার বল স্পর্শ করলে সেই গোল গৃহীত হবে না।
কর্তোয়া বলেন, 'পেনাল্টি আসলে অনেকটা লটারির মতন। সে (আলভারেজ) পিছলে পড়েছিলো, বলে দুবার পা লাগিয়েছিলো। এটা তাই গোল হতে পারে না কারণ বলে দুবার স্পর্শ করা যায় না। নিয়ম তো নিয়মই, তার কপাল খারাপ বলব। সবকিছু খুব দ্রুত হয়েছে, তবে আমি বুঝতে পেরেছিলাম। এজন্যই রেফারিকে গিয়ে বলি। তারা পরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে সে দুবার স্পর্শ করেছে বল।'
তবে আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনে মানতে নারাজ। তার মতে আলভারেজের দুবার টাচ লাগেনি। আলভারেজ নিজেও জানিয়েছেন, দুবার স্পর্শ হয়েছে এমনটি তিনি অনুভব করেননি।