রায়পুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শহরের গাজী মার্কেটে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও কেমিক্যালযুক্ত খাবার বিক্রিসহ নানা অভিযোগে মা স্টোর ও সবুজ স্টোর থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মা স্টোরকে ২ লাখ, সবুজ স্টোরকে ১ লাখ ও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ডা. সুমদুর চক্রবর্তী ও সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।