ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। তবে ২৯ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও কাউকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
ড্রাফটে দল পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, হেনরিখ ক্লাসেন, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারসহ বেশ কয়েকজন বিশ্বখ্যাত ক্রিকেটার।
ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে ব্রাত্য থাকা এই অলরাউন্ডার দ্য হান্ড্রেডেও দল পাননি।
এর আগে ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পান সাকিব। নিষেধাজ্ঞা থাকলেও তাকে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করেছিল আয়োজকরা। তবে দল পাননি তিনি, ঠিক যেমনটি হয়নি আইপিএল বা পিএসএলে।
এদিকে, পিএসএলে খেলার সুযোগ পাওয়া রিশাদ হোসেন ছিলেন ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে। ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী হাসান। এছাড়া ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
কোনো নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই ড্রাফটে নাম দিয়েছিলেন ২০ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে শেষ পর্যন্ত কাউকেই দলে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বার্মিংহাম ফিনিক্স দলে জায়গা পেয়েছেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও টিম সাউদি। লন্ডন স্পিরিট দলে ভিড়িয়েছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও অ্যাস্টন টার্নারকে। ম্যানচেস্টার অরিজিনালসে খেলবেন হেনরিখ ক্লাসেন, নূর আহমদ ও রাচিন রবীন্দ্র।
নর্দান সুপারচার্জার্সের হয়ে মাঠে নামবেন ডেভিড মিলার, মিচেল স্যান্টনার ও বেন ডোয়ারশিস। এছাড়া ওভাল ইনভিন্সিবলে রশিদ খানের সঙ্গে থাকবেন জেসন বেহেরনডর্ফ ও ডোনোভান ফেরেইরা। সাউদার্ন ব্রেভে দেখা যাবে মাইকেল ব্রেসওয়েল, ফাফ ডু প্লেসি ও ফিন অ্যালেনকে। ট্রেন্ট রকেটসে যোগ দিয়েছেন মার্কাস স্টইনিস, লকি ফার্গুসন ও জর্জ লিন্ডে। ওয়েলশ ফায়ার দলে নিয়েছে স্টিভ স্মিথ, ক্রিস গ্রিন ও রাইলি মেরিডিথকে।