রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জাতীয় দল থেকে বাদ পড়ার একদিন পরই সুলতানার ৫ উইকেট

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পরদিনই যেন নিজের সামর্থ্যের চমক দেখালেন সুলতানা খাতুন। অফ স্পিনের ঘূর্ণিতে ৫ উইকেট নিয়ে দলকে এনে দিলেন রোমাঞ্চকর জয়।

মাত্র ১০৪ রানের পুঁজি নিয়েও তার দল খেলাঘর সমাজকল্যাণ সমিতি লড়াই করে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে লিগের শেষ ম্যাচে ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭.২ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ পুলিশ।

বল হাতে একাই ম্যাচের রঙ বদলে দেন সুলতানা। ১০ ওভারে ৫ মেডেনসহ মাত্র ২৫ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাচের শুরুতেই তার আঘাতে ২১ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পুলিশ। এরপর অপর্ণা দে (৩৭) ও পুজা চৌহানের নবম উইকেট জুটি দলকে জেতানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

লিগের একমাত্র দল হিসেবে সব ম্যাচ হেরে প্রথম বিভাগে নেমে গেল বাংলাদেশ পুলিশ। অন্যদিকে, এবার অংশ না নেওয়ায় লিগ শুরুর আগেই অবনমিত হয় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

এর আগে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি খেলাঘর। অতিরিক্ত ১৮ রান না হলে একশ পেরোনোই হতো না। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার হুমায়রা আফিয়া আনাম প্রত্যাশা।

বাংলাদেশ পুলিশের হয়ে বল হাতে নিদা রশিদ ১৫ রানে ৪ উইকেট নেন। প্রীতি দাস, লামিয়া মৃধা ও অপর্ণা দে নেন ২টি করে উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে না পারায় বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েন সুলতানা। তবে ঢাকা লিগে তার পারফরম্যান্স একেবারে উল্টো—৮ ম্যাচে তার শিকার ১৬ উইকেট।

ইউল্যাব ক্রিকেট মাঠে দিন শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। ২০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বলের আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

আনসারের পক্ষে ৭১ রান করেন আয়েশা আক্তার, ৯৫ বলে ৬ চারে সাজানো তার ইনিংসে ছিল ১টি ছক্কা। তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে অতিরিক্ত থেকে!

তমালিকা সুমনা ৫৭ বলে ৪৭ রান (৪ চার, ২ ছক্কা) করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনিই। উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করেন ফারজানা আক্তার (৪১) ও বিথি পারভিন (৩৪), যা কলাবাগানের জয়ের ভিত গড়ে দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত