বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফেনীতে প্রধান শিক্ষককে লাঞ্ছিত, গ্রেপ্তার ১

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

ফেনীর দাগনভূঞা ইয়াকুবপুরে নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীরকে লাঞ্ছিত করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে দাগনভুঞার ইয়াকুবপুর নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে ২০২৩ সালের ১১ নভেম্বর পিয়ন হুমায়ুন কবীরকে বরখাস্ত করা হয়। সে সূত্র ধরে বুধবার (১২ মার্চ) পিয়ন হুমায়ুন কবির (৪৮), তার স্ত্রী নুর নাহার ঐ শিক্ষককে জুতাপেটা করে। এ সময় ছেলে রিমন ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সেদিন রাতেই ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর বাদী হয়ে দাগনভুঞা থানায় মামলা করেন।

দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত