মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে, প্রথমবার ডাক পেলেন দুয়ে

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

ছয় মাসেরও বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণ স্ট্রাইকার দিজিরে দুয়ে।

বৃহস্পতিবার নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের জন্য ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই লেগের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

এমবাপ্পে শেষবার ফ্রান্সের হয়ে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর অক্টোবর ও নভেম্বরে টানা দুইবার তাকে দলে রাখেননি দেশম। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল।

তবে গত মাসে ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে দেশম ব্যাখ্যা করেছিলেন এমবাপ্পেকে না রাখার কারণ। ইউরোয় নাক ভাঙার চোট, পিএসজির শেষ দিকে কঠিন সময় পার করা ও রিয়াল মাদ্রিদে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই তাকে বাইরে রেখেছিলেন বিশ্বকাপজয়ী কোচ। তবে পরে এমবাপ্পের ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের খবরও আসে সংবাদ মাধ্যমে।

ফ্রান্স দলে ফেরার সঙ্গে সঙ্গে আরও এক কীর্তির সামনে দাঁড়িয়ে এমবাপ্পে। ৮৬ ম্যাচে ৪৮ গোল করা এই ফরোয়ার্ড দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন।

এমবাপ্পেসহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় এবার দলে ডাক পেয়েছেন। মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গাও ফিরেছেন স্কোয়াডে। চোটের কারণে সবশেষ স্কোয়াডে ছিলেন না চুয়ামেনি। এদিকে, উসমান দেম্বেলে (পিএসজি) ও জুল কুন্দে (বার্সেলোনা) জায়গা পেয়েছেন ফরাসি দলে।

নেশন্স লিগের প্রথম লেগ হবে ২০ মার্চ, ক্রোয়েশিয়ার মাঠে। ফিরতি লেগ হবে ২৩ মার্চ, প্যারিসে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত