সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মুফতি রেজাউল করীম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নিতে হবে

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১২:২০ এএম

জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছি। জাতিসংঘ মহাসচিব হিসেবে আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে তারা তাদের মাতৃভূমিতে ফিরতে পারে।’  

শুক্রবার বিকালে বরিশাল ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বরিশাল ক্লাবের ২য় তলার হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

দেশের রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ‘সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করতে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন। এতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, অধ্যাপক চাচইর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মো. ওমর ফারুক, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগরের সভাপতি, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মাওলানা মো. রেজাউল করীম এবং ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের গাজী মুহাম্মাদ রেদোয়ানসহ অনেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত