চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আর্সেনালের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতাটির সফলতম দল রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপার স্বপ্ন ইতোমধ্যেই ভেস্তে গেছে। যেটুকু টিকে আছে, সেটা চ্যাম্পিয়নস লিগে। কিন্তু রিয়ালের মতো ১৫ বারের চ্যাম্পিয়নের মোকাবেলা করা সহজ কথা নয়। ম্যাচটি নিয়ে এখনই রোমাঞ্চিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ডাচ ক্লাব পিএসভি এইন্থোভেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে আর্সেনাল। ২০ বছর আগে ২০০৫-০৬ মৌসুমের ফাইনালে যাওয়ার পথে শেষ ষোলো থেকে তারা রিয়ালকে বিদায় করে দিয়েছিল। সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘আকর্ষণীয় ড্র। আমরা প্রতিযোগিতার সবচেয়ে সমৃদ্ধ ইতিহাসের দলটির বিপক্ষে খেলব। তাদের বিপক্ষে খেলার জন্য খুবই রোমাঞ্চিত।’
এদিকে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য আর্সেনাল শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। রবিবার চেলসিকে হারিয়ে জয়ে ফিরতে চান আর্তেতা, ‘প্রিমিয়ার লিগে আমাদের কিছু বড় ম্যাচ আছে। এটা এমন দুই দলের লড়াই, যারা নিজেদের খেলার ধরনে খুবই আধিপত্য করতে চায়। ‘হাই প্রেস’ এর ক্ষেত্রে যারা খুবই আগ্রাসী এবং বল দখলে রাখতে চায়।’