সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘বেহেস্তের টিকিট বিক্রি করে, তাই চাঁদাবাজিতে তাদের নাম প্রকাশ হচ্ছে না’

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দল ইতোমধ্যে বলতে শুরু করেছে আওয়ামী লীগ খেয়েছে, আরেকদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অথচ সেই দলটিও চাঁদাবাজি করছে। তারা সিরাজগঞ্জের স্পিনিং মিল দখল করেছে। এসিআই মিলে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে। অথচ তাদের কোনো নাম হচ্ছে না। কারণ তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। আর আমরা তো বেহেস্তের টিকিট বিক্রি করি না।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির মূল শক্তি হলো জনগণ। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। এমন কোনো শক্তি নাই জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করবে। কেউ যদি মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে, যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। ১৯৭১ সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪-এর গণ-অভ্যুত্থনের পর তেমনি অনেক ভুয়া বিএনপিধারী দেখা যাচ্ছে।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না, সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।

বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত