শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম

দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পা রাখলো দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুড়িলে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি ও রাজদর্শন হলে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়া দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় একযোগে বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ প্রতিদিনের অন্যতম পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত