চ্যাম্পিয়নস লিগে গত বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এর তিন দিন না যেতেই লা লিগার ম্যাচে তাদের মাঠে নামতে হয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে। তাই শনিবার রাতে ২-১ গোলের জয়ের পরও খুশি হতে পারেননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমনটা দ্বিতীয়বার ঘটলে তিনি ম্যাচ বর্জনের হুমকিও দিয়ে রেখেছেন।
শনিবার রাতের ম্যাচ জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। কিন্তু ৭২ ঘণ্টার মাঝে দুটি ম্যাচ খেলা খেলোয়াড়দের জন্য ভীষণ শারিরীক ও মানসিক চাপের হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ- গত বুধবার স্থানীয় সময় রাত ৯টায় রিয়াল-আতলেতিকো ম্যাচ শুরু হয়। নির্ধারিত নব্বই মিনিট শেষে আরও ৩০ মিনিট খেলা হয়। ম্যাচ টাইব্রেকারে গড়ালে খেলা শেষ হতে হতে মধ্যরাত হয়ে যায়।
এরপর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হয় কার্লো আনচেলত্তির দল। অর্থাৎ, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে তারা দুটি ম্যাচ খেলেছে। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ঘন সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। আর রিয়াল কোচ রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ম্যাচ বর্জনের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষ বার।’ ৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনোভাবেই খেলব না।’
উল্লেখ্য, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিরতি রাখার নির্দেশনা দিয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু চূড়ান্ত সূচি প্রণয়নের ক্ষমতা টুর্নামেন্ট কর্তৃপক্ষের হাতে থাকায় ফিফা এসব ক্ষেত্রে খুব একটা হস্তক্ষেপ করে না।