বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

মুন্সীগঞ্জ শহরে ডাব পাড়াকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার (১৫ মার্চ) রাত ৮ টার দিকে শহরের গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- দুই সহোদর আলাল খালাশী (৪৫), দুলাল খালাশীকে (৩৬) ও তাদের চাচি আলেনুর বেগমকে (৭০)। আহত দুই ভাইকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চাচি আহত আলেনুর বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, ওই এলাকার আলম মিয়ার মেয়ের জামাই রাজিব হোসেনের (৩০) সঙ্গে আলাল খালাশীর পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আলাল খালাশীর ছোট ভাই দুলাল খালাশী তার বন্ধুর ডাব বাগানে ডাব পাড়তে যান। এ সময় ডাব পাড়া নিয়ে দুলাল ও রাজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে দুলাল খালাশীকে ওই ডাব বাগানের সামনে পেয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটায় রাজিব ও তার লোকজন। পরবর্তীতে গনকপাড়া মিলন ক্লাবের সামনে দুলালের বড় ভাই আলাল ও চাচি আলেনুরকেও পেটায় প্রতিপক্ষরা। 

আহত দুলাল খালাশী বলেন, আমাদের এলাকার আলমের মেয়ে জামাই রাজিবের সঙ্গে ডাব পাড়া নিয়ে তর্ক হয় আমার। রাতে ডাব বাগানে আমাকে একা পেয়ে পেটায়। তার কিছুক্ষণ পর আমার ভাই ও চাচিকে পেটায়।

তবে এ ব্যাপারে জানতে রাজিব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে এলাকায় পাওয়া যায়নি। 

মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. রিয়াজ জানান, ডাব পাড়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত