শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শতভাগ উৎসব ভাতা ও বেতন বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম

শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদুল ফিতরের আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকরা।

আজ রবিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে যান। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি সরকারের প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ, শিক্ষক নেতা নিজাম উদ্দিন, মজিবর রহমান, এইচ এম ইলিয়াস, মাওলানা আব্দুস সালাম, ইদ্রিসুর রহমান, ফিরোজ আলম গাজী, রফিকুল ইসলাম, আসাদুল আলম, সুভাষ চন্দ্র সরকারসহ প্রমুখ।

শিক্ষকদের দাবিগুলো হচ্ছে— মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। আসন্ন ঈদুল ফিতরের আগে সকলকে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। এ ছাড়া ইএফটি সমস্যার দ্রুত সমাধান করে বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। ‘প্রধান শিক্ষক’-এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইম স্কেল প্রদান করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করতে হবে। পেনশন প্রথা চালু করা এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান করতে হবে। অতিরিক্ত ৪% কর্তন বন্ধ করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করতে হবে। শিক্ষক নিয়োগ কমিশন গঠন ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে শিক্ষকদের পদায়ন করা, ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করাসহ স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান বেসরকারি শিক্ষকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত