গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং পর্যটন খাতের উন্নয়নে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল রবিবার ডিসিসিআই সভাপতি ও বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি পারস্পরিক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান চেম্বার সভাপতি। এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং শ্রীলঙ্কার দূতাবাসের কনস্যুলর (কমার্শিয়াল) শ্রীমালি জয়ারতেœ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩৪ দশমিক শূন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছর প্রায় সাড়ে ৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধ শিল্প খাতে শ্রীলঙ্কার বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে প্রায় ৪২৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ শিল্প, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং এফএমসিজি প্রভৃতি খাতে শ্রীলঙ্কার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানাচ্ছি।