রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দুপক্ষের সংঘর্ষে রাউজানে যুবদলকর্মী নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৬:৪৯ এএম

চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্যের ছবিসহ ব্যানার সরানোকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে স্থানীয় যুবদলের কর্মী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কমর উদ্দিন (৩২) হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের বাসিন্দা ছিলেন।

একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন জামাল উদ্দিন তালুকদার (৪০), ওসমান গণি (৩৯) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন (৪১)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে জেলা পুলিশের উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কমর উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা তাকে যুবদলের কর্মী বলে দাবি করেছেন। হামলাকারীরা রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারী বলে অভিযোগ স্বজনদের।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কমরসহ যুবদলের কিছু নেতাকর্মী আমিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে বসে কথা বলছিলেন। সেখানে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছবি-সংবলিত ব্যানার লাগানো ছিল। তারা সেটি নামিয়ে ফেলার নির্দেশ দিয়ে বেরিয়ে যান। কিছুদূর যাওয়ার পর তাদের ওপর ৫০-৬০ জন লোক অতর্কিতে হামলা করে। তখন উভয় পক্ষে মারামারিতে হতাহতের ঘটনা ঘটে।

অভিযোগ নাকচ করে মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, যারা হামলার অভিযোগ করছেন, তাদের নিজেদের মধ্যে কোন্দলে মারামারি হয়েছে। ঘটনার পর তিনি সেখানে গিয়েছিলেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাতে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। ধারালো কিছুর আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত যুবক যুবদলের কর্মী। আর মারামারিতে জড়িত অন্যপক্ষ বিএনপির নেতাকর্মী। ঘটনার তদন্ত চলছে।’

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ : নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

শনিবার ইফতারের পর বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত