জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত। এদিন সাবেক এই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নাহার।