লা লিগার শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। দুই গোল পিছিয়ে থেকেও শেষ ২০ মিনিটে চার গোল করে আতলেতিকো মাদ্রিদকে ৪-২ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালানরা, পিছনে ফেলেছে রিয়াল মাদ্রিদকে।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ বার্সেলোনার হাতে থাকলেও আক্রমণভাগের কার্যকারিতায় এগিয়ে ছিল আতলেতিকো। প্রথমার্ধের শেষ মুহূর্তেই এগিয়ে যায় স্বাগতিকরা।
আঁতোয়ান গ্রিজমানের নিখুঁত পাস থেকে বল পেয়ে বার্সার রক্ষণে চাপে ফেলেন জুলিয়ানো সিমেওনে। তাঁর পাস থেকেই দুর্দান্ত শটে গোল করেন জুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণ চালিয়ে যায় অ্যাটলেটিকো। ৫৭ মিনিটে আবারও গ্রিজমানের দারুণ এক মুভ থেকে সুযোগ তৈরি হয়। বাঁ দিক থেকে কনর গ্যালাঘারের ক্রসে বল পেয়ে অ্যালেক্সান্ডার সোরলোথ গোল করলে ২-০ তে এগিয়ে যায় আতলেতিকো। এটি ছিল টানা ছয় ম্যাচে বার্সার বিপক্ষে সোরলোথের গোল।
শেষ ২০ মিনিটে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয় বার্সেলোনা। ৬৮ মিনিটে ইনিয়েগো মার্তিনেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দক্ষতার সঙ্গে গোল করেন রবার্ট লেভানদোভস্কি।
এর ঠিক ছয় মিনিট পরই সমতা ফেরায় বার্সা। রাফিনহার নিখুঁত ক্রসে হেডে গোল করেন ফেরান তোরেস।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের নাটকীয়তা। লামিন ইয়ামাল দূরপাল্লার এক শট নিলে বল আতলেতিকোর ডিফেন্ডার রেইনিলদোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। অসহায় ছিলেন গোলকিপার ওবলাক।
এরপর প্রায় শেষ বাঁশি বাজার মুহূর্তে আরও এক গোল করেন তোরেস। ফলে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। আতলেতিকোর চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে কাতালানরা, তাও এক ম্যাচ কম খেলে।
শিরোপার লড়াইয়ে এই জয় বার্সেলোনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। এখন দেখার বিষয়, মৌসুমের বাকি অংশে তারা এই গতি ধরে রাখতে পারে কি না।