বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দ্রুত পদক্ষেপ নেওয়ায় নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রাম সর্দারপাড়া সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২বাই ৪৮ নম্বর উপ-পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ-৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া দিতে শুরু করে। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বলে।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি এবং কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। তারা কাজ বন্ধ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন বিএসএফ হয়তো পুনরায় এ ধরনের চেষ্টা চালাতে পারে।

সর্দারপাড়া গ্রামের বাসিন্দা রশিদুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা কয়েকদিন পর পর এ রকম বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। এ কারণে সীমান্তের লোকজন সব সময় আতঙ্কে থাকে।

বিজিবি জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক রয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে বিজিবিকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রংপুর ৫১ বিজিরির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত