রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চোটে মেসি ছিটকে গেলেন বিশ্বকাপ বাছাই ম্যাচ থেকে

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুম্যাচের জন্য কদিন আগে লিওনেল মেসিকে নিয়েই দল ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। কিন্তু চোটের কারণে এই দুই ম্যাচ থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। পাওলো দিবালাকেও রাখা হয়নি স্কালোনির ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে। 

২৬ জনের এই স্কোয়াডে অভিষেক হয়নি এমন তরুণ ফরোয়ার্ড রয়েছেন দুজন। দুজনই খেলেন বোলোনিয়া এফসিতে। একজন হলেন ২০ বছর বয়সী সান্তিয়াগো ক্যাস্ত্রো। অপরজন ২১ বছর বয়সী বেনজামিন ডমিনগেজ। সিরি আ’য় লাজিও বিপক্ষে ৫-০ গোলে জেতার ম্যাচে গোল করেন ক্যাস্ত্রো। এবারের মৌসুমে বোলোনিয়ার হয়ে ১০ গোল করেছেন তিনি।

আর্জেন্টিনা যুব দলের হয়ে ১৩ ম্যাচে ২ গোল করেছেন সান্তিয়াগো ক্যাস্ত্রো

এর আগে ২০২৪ সালের আগস্টে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচেও দলে ছিলেন মেসি। সেবারও তার দলে না থাকার কারণ ছিল চোট। এবার পেশিতে অস্বস্তিজনিত কারণে তাকে দলের বাইরে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে ১৯১ ম্যাচ খেলা মেসি ইনজুরির কারণে এ দুটি ম্যাচ নিয়ে মোট ২৫টি ম্যাচ মিস করলেন। আর একদিন আগেই হাঁটুর চোটে পড়েছেন পাওলো দিবালা। এছাড়া দলে রাখা হয়নি ক্লদিও এচেভেরিকে।

বাংলাদেশ সময় আগামী ২২ মার্চ, শনিবার ভোর ৫:৩০টায় উরুগুয়ের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। আর ঘরের মাঠে ব্রাজিলকে আতিথ্য দেবে ২৬ মার্চ সকাল ৬:০০টায়। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ১২ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ২৬ সদস্যের আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি ।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিয়স, ম্যাক্সিমো পেরোনে

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, বেনজামিন ডমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গনজালেজ, আনহেল কোরেয়া, নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও সান্তিয়াগো ক্যাস্ত্রো। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত