বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চতুর্থ দফায় অভিযান, সেই ৬ ইটভাটার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:৫৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক অভিযান পরিচালনা করে অর্থদণ্ড, ভাঙচুর ও বন্ধ ঘোষণা করা সেই ৬ ইটভাটার বিরুদ্ধে এবার মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বাদী হয়ে মির্জাপুর থানায় এই মামলা করেছেন। 

অবৈধ ৬ ইটভাটা হল মেসার্স নিউ সরকার ব্রিকস, মেসার্স নিউ রমিজ ব্রিকস, মেসার্স হক ব্রিকস, মেসার্স বাটা ব্রিকস, মেসার্স বিএন্ডবি ব্রিকস এবং মেসার্স রান ব্রিকস। ইটভাটাগুলো উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অবস্থিত।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর অবৈধ ৬ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ৪ লাখ টাকা করে জরিমানা আদায় এবং ভাটাগুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এই নির্দেশ অমান্য করে ভাটাগুলোর কার্যক্রম পুনরায় শুরু করায় গত ৯ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভাটা মালিকরা আইনের তোয়াক্কা না করে ড্রাম চিমনির মাধ্যমে ভাটার কার্যক্রম চালু রাখে।

আইন অমান্য করায় সোমবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন ) আইন ২০১৯ অনুসারে মির্জাপুর থানায় মামলা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত