আন্তর্জাতিকভাবে প্রকাশিত হচ্ছে দ্য হাইব্রিড অব কালচার বইটি। প্রকাশ করবে স্বাধীনবাংলা সাহিত্য প্রকাশনী, বাংলাদেশ। সম্পাদনা করেছেন কবিও সংগঠক কে এম সফর আলী, বাংলাদেশি লেখক। জ্লাতান ডেমিরোভিচ, ইউএস লেখক। হালিমা আব্দুল আজিজ, নাইজেরিয়ান লেখিকা। মাসুম মুহতাদী বাংলাদেশি লেখক। প্রিয়াঙ্কা নিয়োগী, ইন্ডিয়ান লেখিকা। আপনার কবিতাটি ইংরেজিতে লিখে দিতে পারেন। বাংলায় জমা দিলে আমরা ইংরেজিতে অনুবাদ করে নেব।
যারা কবিতা দিতে আগ্রহী-২০ লাইনের দুইটি কবিতা, ৪/৫ লাইনের লেখক পরিচিতি এবং ১ কপি ছবি জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। কবিতা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মার্চ ২০২৫।
ই-মেইল -
[email protected] Whatsapp-8801830704050 বিজ্ঞপ্তি