শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভারতে বিজ্ঞাপনের মূল্য নির্ধারণে কারচুপি, ১০ প্রতিষ্ঠানে তল্লাশি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

মিডিয়ায় বিজ্ঞাপনের মূল্য নির্ধারণে যোগসাজশ ও কারচুপির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ভারতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। দেশটির কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) প্রায় ১০টি বিজ্ঞাপন জায়ান্টদের অফিসে তল্লাশি চালিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মূল্যের যোগসাজশের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়। গ্রুপএম, ডেন্টসু এবং ইন্টারপাবলিক গ্রুপ এবং একটি ব্রডকাস্টারস শিল্প গ্রুপসহ বেশ কয়েকটি বিজ্ঞাপন জায়ান্ট রয়েছে এ তালিকায়।

সংস্থাগুলি ও সম্প্রচারকরা বিজ্ঞাপনের হার এবং ছাড় পারস্পরিক যোগসাজশে নির্ধারণ করছে বলে অভিযোগ পাওয়ার পরে মামলা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই, নয়াদিল্লি ও গুরুগ্রামে তল্লাশি চালানো হয়।

সিসিআই বিজ্ঞাপনের দাম নির্ধারণ করতে এবং ছাড় নিয়ে আলোচনা করতে বিজ্ঞাপন সংস্থাগুলি নির্দিষ্ট সম্প্রচারকদের সঙ্গে যোগসাজশ করেছে এমন অভিযোগের তদন্ত করছিল বলে জানা গেছে।

এই আকস্মিক অভিযানের সময়, সিসিআই কর্মকর্তারা সাধারণত প্রাসঙ্গিক নথি বাজেয়াপ্ত করেন এবং কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে সাক্ষ্য নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত