বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

৯ মাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতাসহ ৪ নভোচারী

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:১৮ এএম

মহাকাশে প্রায় ৯ মাস কাটানোর পর নাসার নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের স্পেসএক্স ক্যাপসুল ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করে। ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে দ্রুতগতিতে প্রবেশ করার পর চারটি প্যারাসুট খুলে মৃদুভাবে সমুদ্রে অবতরণ করে। অবতরণস্থলে একদল ডলফিন তাদের স্বাগত জানায়। খবর: বিবিসি

এরপর পুনরুদ্ধার জাহাজ ক্যাপসুলটিকে পানি থেকে তুলে আনার পর নভোচারীদের হ্যাচ থেকে বের করে আনা হয়। তাদের সহকর্মী নভোচারী নিক হেগ এবং মহাকাশচারী আলেকজান্ডার গরবুনভও সেখানে উপস্থিত ছিলেন। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেন, ‘ক্রুরা দুর্দান্ত কাজ করেছে।’

বুচ এবং সুনিতার মহাকাশযাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের জুন মাসে। তারা বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের প্রথম ক্রু পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নিয়েছিলেন। তবে মহাকাশ স্টেশনে যাত্রার সময় ক্যাপসুলটি বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। এর ফলে তাদের ফিরে আসার সময়সীমা বেড়ে যায়। সেপ্টেম্বরে স্টারলাইনার নিরাপদে পৃথিবীতে ফিরে এলেও তাদের ফিরে আসার জন্য স্পেসএক্স ক্যাপসুলের অপেক্ষা করতে হয়।

নভোচারীদের ফিরে আসতে মোট ১৭ ঘণ্টা সময় লেগেছে। মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পর তাদের শরীরের ওপর প্রভাব পড়ে। তাই তাদের একটি স্ট্রেচারে তোলা হয় এবং মেডিকেল টিম দ্বারা পরীক্ষা করা হয়। এরপর তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত করা হবে।

ব্রিটেনের প্রথম মহাকাশচারী হেলেন শারম্যান বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হবে পরিবার ও বন্ধুদের সাথে দেখা করা। তারা হয়তো হারানো কিছু সময় ফিরে পাবে।’

মহাকাশে থাকাকালীন বুচ এবং সানি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন এবং মহাকাশ স্টেশনের বাইরে সবচেয়ে বেশি সময় কাটানো মহিলার রেকর্ড ভেঙেছেন সানি। ক্রিসমাসে তারা সান্তা টুপি এবং বল্গাহরিণের শিং পরেছিলেন, যা তাদের উৎসবের বার্তা পাঠানোর পরিকল্পনার অংশ ছিল।

নাসার ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর জোয়েল মন্টালবানো বলেন, ‘৯ জন ক্রুকে বাড়ি ফিরে পেয়ে অসাধারণ লাগছে। স্পেসএক্স একটি দুর্দান্ত অংশীদার ছিল।’

মহাকাশে দীর্ঘমেয়াদী অভিযানের ফলে শরীরের ওপর প্রভাব পড়ে। নভোচারীদের হাড়ের ঘনত্ব কমে যায়, পেশী ক্ষয় হয় এবং রক্ত সঞ্চালন প্রভাবিত হয়। তাই তাদের একটি বিস্তৃত ব্যায়ামের ব্যবস্থা দেওয়া হবে, যাতে তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে পুনরায় খাপ খাইয়ে নিতে পারেন।’

ব্রিটিশ মহাকাশচারী টিম পিক বলেন, ‘পৃথিবীতে ফিরে আসার প্রথম দুই বা তিন দিন সত্যিই যন্ত্রণাদায়ক হতে পারে।’

বুচ এবং সানি তাদের প্রত্যাবর্তনের পর পরিবার, বন্ধু এবং তাদের কুকুরদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুনিতা উইলিয়ামস বলেছেন, ‘আমি সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য অপেক্ষা করছি। পৃথিবীতে ফিরে এসে পৃথিবীকে অনুভব করা সত্যিই চমৎকার হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত