২০২৫ সালের ব্যালন ডি’অর বার্সেলোনার কোনো ফুটবলারই জিতবেন বলে মন্তব্য করেছেন ক্লাবটির তারকা ফুটবলার লামিন ইয়ামাল। আর এ তালিকায় তিনি নিজের সঙ্গে নিয়েছেন রাফিনহার নাম। তবে এমনটা হতে হলে বার্সেলোনার শিরোপা জিততে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
হানসি ফ্লিকের অধীনে দারুণ মৌসুমটিতে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। রয়েছে ট্রেবল জয়ের সম্ভাবনাও। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা। আছে কোপা দেল রের সেমিফাইনালেও। কিছুদিন পিছিয়ে থাকার পুনরায় ফেরত এসেছে লা লিগা টেবিলের শীর্ষে। আর এই নৈপুণ্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ইয়ামাল।
ব্যালন ডি’অর প্রসঙ্গে দিয়ারিও স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমরা যদি এ বছর কিছু শিরোপা জিততে পারি তাহলে আমাদের (বার্সার) যেকোনো একজন এবার এটি পাবে, সেই একজন যেই হোক। আমি রাফিনহার জন্য খুবই খুশি। আমি সবসময় তাকে বলি, তার দারুণ পরিবর্তন হয়েছে ও সুসময় যাচ্ছে। ব্যালন ডি’অর নিয়ে আমি চিন্তা করি না। আমি মাঠে যাই এবং উপভোগ করি।’