তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে আটক করা হয়েছে। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ একাধিক অভিযোগে গতকাল বুধবার তাকে আটক করে তুর্কি কর্র্তৃপক্ষ। এই আটকের নিন্দা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। এটিকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা হিসেবে অ্যাখ্যা দিয়েছে দলটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যেসব অভিযোগে ইমামোগলুর বিরুদ্ধে দুটি তদন্ত চলছে তার মধ্যে ঘুষ লেনদেন, টেন্ডার জালিয়াতি, অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। বিরোধী দল সিএইচপি আর কয়েকদিনের মধ্যেই দুই দশকের বেশি সময় ধরে তুরস্ক শাসন করে আসা এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণার পথে ছিল। দুই দফায় ইস্তাম্বুলের মেয়র পদে থাকা ইমামোগলুর জনপ্রিয়তাও বেড়েছে দেশটিতে। ফলে পরবর্তী নির্বাচনে তার ভালো ফলের প্রত্যাশা করা হচ্ছিল।