শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের দাবিতে চেম্বার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। গত মঙ্গলবার রাত ১১টায় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মূল ফটকে এ তালা লাগানো হয়।
চেম্বারের সাবেক সহ-সভাপতি বাবুল মিয়া বলেন, নির্বাচন ছাড়াই চার পাঁচ বছর ধরে পরিচালিত হয়ে আসছে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন তারা আবার নতুন করে গোপন বৈঠক করে একটি কমিটি ঘোষণা করেছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমরা তাকে মেনে নেব।
ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসাইন বলেন, আমরা আগামী ২২ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নতুন করে কোনো কমিটি গঠন করিনি। আগের কমিটির অনেকেই বিভিন্ন মামলায় পলাতক থাকায় নির্বাচন পর্যন্ত চেম্বার অব কমার্স পরিচালনার সুবিধার্থে নতুন করে কিছু ব্যবসায়ীকে যুক্ত করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে মাত্র।