আকাশী-নীল শিবিরে যেন একের পর এক দুঃসংবাদ আসছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। দল যখন উরুগুয়ে ও ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে, তখন দুই তারকার অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে কোচ লিওনেল স্কালোনির জন্য।
সর্বশেষে হ্যামস্ট্রিং চোটের কারণে লাউতারো মার্তিনেজ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর্জেন্টিনা শিবির ছেড়েছেন। গত সপ্তাহে আতালান্তার বিপক্ষে ইন্টারের ২-০ ব্যবধানের জয়ে গোল পেলেও মনজার বিপক্ষে ম্যাচের পর তার ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে। ইনজুরির ঝুঁকি এড়াতে স্কালোনি তাকে জাতীয় দল থেকে ছাড়ার অনুমতি দিয়েছেন, যাতে তিনি ইতালিতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন।
তবে এটি শুধু আর্জেন্টিনার জন্য নয়, ইন্টার মিলানের জন্যও বড় দুশ্চিন্তার বিষয়। সিমোনে ইনজাগির দল বর্তমানে ঐতিহাসিক ট্রেবল জয়ের দৌড়ে রয়েছে, এবং এই সময়ে লাউতারোর মতো তারকাকে হারানো মোটেও কাম্য নয়। তার অনুপস্থিতির কারণে দলে বড় প্রভাব পড়তে পারে, বিশেষ করে যখন ফেদেরিকো দিমারকো, ডেনজেল ডামফ্রিস ও নিকোলা জালেউস্কিও ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন।
বাম অ্যাডাক্টর ইনজুরির কারণে মেসিও জাতীয় দলের বাইরে রয়েছেন। তার ১০ নম্বর জার্সি এবার পরবেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আনহেল কোরেয়া। এর আগেও বলিভিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ের সময় কোররেয়া এই জার্সি পরেছিলেন। এবার চতুর্থবারের মতো এই জার্সি গায়ে চাপাবেন কোরেয়া।
মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরার ইতিহাসে সর্বাধিকবার এই সুযোগ পেয়েছেন সার্জিও আগুয়েরো (৭ বার)। আগুয়েরো ছাড়াও দিবালা, ডি মারিয়া, এনজো পেরেজ, নিকোলাস গাইতানসহ বেশ কয়েকজন খেলোয়াড় মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরেছেন।
দলের প্রধান দুই তারকা না থাকায় স্কালোনির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ সময় ২১ মার্চ সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওর সেন্তেনারিও স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৫ মার্চ ঘরে মাঠে খেলবে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মহারণ।
আর্জেন্টিনা এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো অবস্থানে থাকলেও, উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলো যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। গত নভেম্বরে নিজেদের মাঠে উরুগুয়ের কাছে ০-২ গোলে হেরেছিল মেসিরা।