মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শিগগিরই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো: দিবালা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম

এবারের ইনজুরিটা বেশ বড় হয়েই ধরা দিয়েছে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার কাছে। তার ক্লাব রোমা এবার আর কনজারভেটিভ থেরাপির পথে না হেঁটে সার্জারি তথা অস্ত্রোপচারের পথে এগোচ্ছে। যার অর্থ হলো এবারের মৌসুমের বাকি সময়টাতে আর মাঠে দেখা যাবে না এ তারকাকে।

এমন খবরে দিবালা ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। সেটি বুঝতে পেরেছেন স্বয়ং দিবালা নিজেই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের সাহস যোগাতে দিয়েছেন বিশেষ বার্তা।

ইনস্টাগ্রামে দিবালা ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন,

প্রিয় বন্ধুগণ,

প্রথমেই, আমি হৃদয় থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, যেভাবে সবসময় আমাকে ভালোবাসা ও সমর্থন জুগিয়ে আসছো।

স্বাস্থ্য পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন মতামত বিবেচনার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখনই অস্ত্রোপচার করানো সবচেয়ে ভালো হবে, যাতে আমি যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারি।

যদিও আমি সাময়িকভাবে মাঠের বাইরে থাকবো, তবুও এই গুরুত্বপূর্ণ সময়ে আমি আমার রোমা সতীর্থদের পাশে থাকবো। এবং আমাদের জাতীয় দলকে সমর্থন জানাবো, এই বাছাইপর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনার খেলা আমি একজন একনিষ্ঠ সমর্থকের মতো উপভোগ করবো ।

আমি খুব শিগগিরই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো, এটাই আমার প্রতিশ্রুতি। মাঠে আবার দেখা হবে!

ফোর্জা রোমা এবং ভামোস আর্জেন্টিনা!

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত