বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইতালিয়ান কিংবদন্তি বুফনের ছেলে খেলবেন চেক প্রজাতন্ত্রের হয়ে!

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৭ পিএম

ফুটবল ইতিহাসের খ্যাতিমান গোলকিপারদের অন্যতম জিয়ানলুইজি বুফন। তার ১৭ বছর বয়সী ছেলে লুইস থমাস বেড়ে উঠছেন মিডফিল্ডার হয়ে। তবে ইতালি নয়, থমাসকে শীঘ্রই দেখা যাবে চেক প্রজাতন্ত্রের বয়সভিত্তিক দলে। ইতোমধ্যেই তিনি চেক প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছেন।

বুফনের ছেলের চেক প্রজান্ত্রের হয়ে খেলার পেছনে আছেন তার মা এলিনা সেরেডোভা। পেশায় মডেল এলিনা চেক প্রজাতন্ত্রের নাগরিক। অর্থাৎ, থমাস পিতার বদলে মায়ের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব ফুটবলে অবশ্য ইতালির হয়েই খেলেন থমাস। চলতি মাসেই ‘সিরি বি’তে পিসার হয়ে অভিষেক হয়েছে। এবার চেক প্রজাতন্ত্রের হয়ে পর্তুগালের বিপক্ষে খেলতে ইতিমধ্যেই তিনি প্রাগে পৌঁছে গেছেন।

প্রথমবার গত ফেব্রুয়ারি মাসে চেক প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছিলেন থমাস। এবার তিনি অভিষেকের অপেক্ষায় আছেন। পরিবারের সঙ্গে আলোচনা করেই ভিনদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান থমাস, ‘আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। সবাইকে জানিয়েছি যে, আমি চেক প্রজাতন্ত্রের হয়ে খেলতে চাই। সবাই আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’

থমাস আরও বলেছেন, তিনি এখনো চেক প্রজাতন্ত্রের স্থানীয় ভাষা শিখছেন। তবে এই সিদ্ধান্তে তার বাবা-মা দুজনেই খুশি হয়েছেন। থমাসের ভাষায়, ‘আমার বাবা আমাকে চেক প্রজাতন্ত্রের হয়ে খেলার পরামর্শ দিয়েছিল। কারণ, আমার ক্যারিয়ারের জন্য সেটাই ভালো সিদ্ধান্ত। চেক প্রজাতন্ত্রের হয়ে খেললে আমি ফুটবলার হিসাবে আরও উন্নতি করতে পারব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত