বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঈশ্বরদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৩৭ এএম

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তান রয়েছে। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে মল্লিকা এগ্রো ফুডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বী (৩৫), তার স্ত্রী মুক্তা (২৫) ও তাদের শিশু সন্তান মোস্তাকিম (১৮ মাস)। এ ছাড়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাঙা গ্রামের আশরাফুলের ছেলে রাতুল (৩০) এবং সিএনজি চালক তোহা। অন্য দিকে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। এই সময় বাস ও সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে।

এদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি অন্য আরেকটি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছালে ওই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চালক মারা যায়, আহত হয় আরও দুজন। পরে যমুনা সেতু পূর্ব থানা-পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আবার, যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কুচেমোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাসটি যশোরে যাচ্ছিল। কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে বাসের একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান বলেন, ‘কুচেমোড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত