ইতালি প্রবাসী ১৮ বছর বয়সী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে গত দুই দিন ধরেই উত্তপ্ত হয়ে আছে দেশের ফুটবল অঙ্গন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে তার দলে থাকার কথা ছিল। কিন্তু অনুশীলন ক্যাম্প শেষে তাকে বাদ দেন কোচ হাভিয়ের কাবরেরা। তার যুক্তি ছিল, বয়স কম হওয়ায় ফাহমিদুল এখনো প্রস্তুত নয়। তবে অদূর ভবিষ্যতে তিনি ডাক পাবেন। সেই ঘটনার পর এবার মুখ খুললেন ফাহমিদুল।
ফেসবুকে ইতালির চতুর্থ বিভাগ সিরি ডি-র দল অলবিয়া কালচোতে খেলা ফাহমিদুল বলেন, ‘আমি, ফাহমিদুল ইসলাম, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ। আমার ওপর আপনাদের অটল বিশ্বাস আমার এই যাত্রাপথে অনেক বড় একটা শক্তি হয়ে আছে, যারা আমার পাশে দাঁড়িয়েছেন, সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই।’
১৮ বছর বয়সী তরুণ লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য আমি প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনামতো এগোয়নি। তবে আমি বিশ্বাস করি, যা হয় সেটা কোনো না কোনো কারণেই হয় এবং আমার পথচলা কোনোভাবেই শেষ হয়ে যায়নি। ইনশাআল্লাহ, যদি সৃষ্টিকর্তা চান, একদিন আমি সবুজ ও লাল জার্সিটা গায়ে জড়াব, মাঠে নামব এবং আমার দেশ এবং সেই দেশের আবেগী সমর্থকদের জন্য সবটুকু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, আমি কঠোর পরিশ্রম করে যাব এবং স্বপ্নটার পেছনে ছুটব।’