ছয় মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তনটা রাঙিয়ে তুলতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে গোলের পর গোল করে গেলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে পারেননি। আক্রমণ এবং বল দখলে ফ্রান্স একচ্ছত্র দাপট দেখালেও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে ফ্রান্স। রাতের আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইতালিকে হারিয়েছে জার্মানি।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টি থেকে গোল করার সুযোগ মিস করেন আন্দ্রে ক্রামারিচ। ২৬ মিনিটে পেরিসিচের ক্রসে হেড করে ক্রোয়েটদের এগিয়ে নেন আন্তে বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ। এমবাপ্পেরা শুধু চেষ্টাই করে গেছেন, ফল পাননি।
পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি ফ্রান্স। এমবাপ্পের বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকভিচ। তাতে ফরাসিদের পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়। গোলের জন্য ১৬ বার প্রচেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি দলটি। রাতের আরেক ম্যাচে মিলানের সান সিরোয় অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি।