রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা সাঁতরে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর চেষ্টা করতে গিয়ে চাকবাজার এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই ছিনতাইকারী গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজারের চম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করতে থাকা কয়েকজন ছিনতাইকারী স্থানীয়দের হাতে ধরা পড়ে। স্থানীয়রা তাদের ধাওয়া করে, তবে কয়েকজন পালিয়ে যায়। তিনজন ছিনতাইকারী নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এ সময় ওপার থেকে স্থানীয়রা চিৎকার শুরু করলে, সেখানে উপস্থিত লোকজন দ্রুত ছিনতাইকারীদের ঘেরাও করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। অপর একজন পালিয়ে যায়। 

এসআই সোয়াইব হাসান জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে কেরানীগঞ্জ থানা পুলিশও পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে আটক করে ঢাকা মেডিকেলে ভর্তি করায়, তার অবস্থা গুরুতর।

নিহত ছিনতাইকারীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে, তবে তার পরিচয় জানা যায়নি। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত