গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি বলেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়ে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এদিকে, জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।