সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

২ হাজারতম গোলের ম্যাচে নিশ্চিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে একমাত্র গোলটি করেছেন থিয়াগো আলমাদা। ব্রাজিলের বিপক্ষে পরের ম্যাচে ১ পয়েন্ট পেলেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে।

২৩ বছর বয়সী আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষেই হয়েছিল! বাংলাদেশ সময় শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটির ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৬টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আর্জেন্টিনার ১২ শটের ৪টি ছিল লক্ষ‍্যে।

সেন্টিনারিও স্টেডিয়ামে স্বাগতিক উরুগুয়ে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। প্রথমার্ধে আর্জেন্টিনার খেলাও ছিল যথেষ্ট বিরক্তিকর, রীতিমতো উদ্দেশ্যহীন। অবশেষে ৬৮তম মিনিটে বক্সের বাঁ কোনায় দৌড়ের ওপর উরুগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে আলমাদাকে বল বাড়ান হুলিয়ান আলভারেজ। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ১-০ করে পেলেন আলমাদা।

বাকি সময়টায় কোনো দলই গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। উপরন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে আর্জেন্টিনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত