শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফেনীতে অবৈধ বালুবোঝাই ৪ ট্রা‌ক আটক, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম

ফেনীর পরশুরামে অবৈধ বালুবোঝাই ৪টি ট্রাক আটক করেছে বিজিবি। ভ্রাম্যমাণ আদালতে ট্রাকগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এ জরিমানা করেন।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের পরশুরাম বিও‌পি ২১ মার্চ শুক্রবার দিবাগত রাতে চোরাচালান বন্ধে বিশেষ তল্লাশি পোস্ট স্থাপন করে। মজুমদার হাট এলাকায় বৈধ কোনো বালুমহাল নেই অথচ তল্লাশির সময় ৪টি অবৈধ বালু বোঝাই ট্রাক আটক করা হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তারা ভবিষ্যতে অবৈধ বালু বহন করবে না মর্মে মুচলেকা প্রদান করে।

ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চোরাচালান রোধ, সীমান্ত রক্ষাসহ সীমান্তে যেকোনো অবৈধ কাজ বন্ধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত