বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চট্টগ্রাম ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ

  • গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • ১০ কারখানা ছুটি ঘোষণা
  • চট্টগ্রামে তিন ঘণ্টা সড়ক অবরোধ
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০১:০২ এএম

ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি এবং হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার গাজীপুর ও চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা দুই এলাকাতেই সড়ক অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট সড়কে দেখা দেয় যানজট। ভোগান্তিতে পড়েন ওইসব সড়কে যাতায়াতকারীরা। 

গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। গতকাল সকাল ৭টার দিকে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কারখানা কর্র্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারা মোতাবেক ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়ে। জায়ান্ট ফ্যাক্টরির শ্রমিকরা চান্দনা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের চারজন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় যৌথ বাহিনী চারজন শ্রমিককে আটক করে পরে ছেড়ে দেন।

গাজীপুর শিল্প-পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় আশপাশের ৮-১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে।

অন্যদিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গাজীপুর সদর উপজেলার গ্রিন ফাইভার কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের ১১ দিন ছুটি দেয় কর্র্তৃপক্ষ তারা ১২ দিন ছুটি দাবি করলে কারখানা কর্র্তৃপক্ষ তা মেনে নেয়নি। শ্রমিকরা ১২ দিন ছুটির দাবি জানিয়ে সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। 

চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, ঈদ সামনে রেখে বকেয়া বেতনের দাবিতে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা গতকাল চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ইপিজেড মোড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এর ফলে ওই রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। 

পুলিশ সদস্য ও শ্রমিকরা জানান, নগরীর ইপিজেড এলাকায় অবস্থিত জেএমএস গার্মেন্টস লিমিটেড নামক একটি কারখানা বেশ কিছুদিন আগে লে-অফ ঘোষণা করা হয়। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯-এর ধারা ১৫ অনুযায়ী লে-অফ চলাকালে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতাদি গত ২০ মার্চ ব্যাংকের নিজ নিজ হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই; তাদের বিকাশ অ্যাকাউন্টে পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করায় গতকাল সকাল ১০টায় ইপিজেড মোড় অবরোধ করে সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষ বিমানবন্দরমুখী যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ সময় বিভিন্ন অফডক থেকে বন্দরমুখী বেশ কিছু কনটেইনারবাহী লরি আটকা পড়ে।

খবর পেয়ে ইপিজেড থানা-পুলিশ, শিল্প পুলিশ ও বেপজা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে। 
সিএমপির ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ২৫ মার্চ বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত