চট্টগ্রাম শহরে এক সংবাদকর্মীর মোবাইল ফোনে ধারণ করা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সেই ‘অপরাধীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোরে নগরের হামজারবাগ এলাকা থেকে শাকিল আহম্মদ ওরফে সাজু (৪৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শাকিল হামজারবাগ এলাকার হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তবে একই ঘটনায় জড়িত মো. আলমগীর (৪৫) নামে আরও একজন পলাতক আছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে। তার বিরুদ্ধেও অস্ত্র আইনসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরের ব্যস্ততম সড়ক ষোলশহর-দুই নম্বর গেট এলাকায় একটি রিকশাকে ঘিরে ধরে দুজন ব্যক্তি। ওই রিকশায় আরোহী ছিলেন এক বৃদ্ধ। তাকে ভয়ভীতি দেখিয়ে অজ্ঞাত দুই ‘ছিনতাইকারী’ বৃদ্ধের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা-পয়সা। এ সময় অসহায়ের মতো চেয়ে থাকেন রিকশাচালক। কিছুটা নিরাপদ দুরত্ব থেকে নিজের মোবাইল ফোনে এ ঘটনার ভিডিও ধারণ করেন মিয়া আলতাফ নামে চট্টগ্রামের সিনিয়র এক ফটো সাংবাদিক। পরে তিনি ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
এই প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তার সাজু শনিবার দুপুরে ফেসবুকে ভাইরাল হওয়া ষোলশহরে রিকশা থামিয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।