মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে ৩ কসমেটিক দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম

মুন্সীগঞ্জ পৌরসভার শহর বাজারের আফতাব উদ্দিন কমপ্লেক্সে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ কসমেটিক দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

রবিবার (২৩ মার্চ) বিকেল ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

এসময় তিনি আফতাব উদ্দিন কমপ্লেক্সের বিউটি জোন কসমেটিকস দোকানে এম আর পি বিহীন কসমেটিক বিক্রি করায় দোকানটিকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৭ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার টিম।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত