সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পথশিশুদের নিয়ে ইউনিস্যাবের ঈদউৎসব উদযাপন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে আনন্দ আর পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে ইউনাইটেড নেশনস ইয়থ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) আয়োজন করল পথ শিশুদের জন্য ঈদ-২০২৫।

শনিবার ঢাকার ওয়াশপুরস্থ আটিবাজার, গার্ডেন সিটিতে এই উৎসব উদযাপিত হয়।

এটি কেবল একটি উপহার বিতরণ অনুষ্ঠান ছিল না, বরং পথশিশুদের জন্য ঈদের আগাম খুশি নিয়ে আসার এক ব্যতিক্রমী প্রয়াস। এক শও বেশি পথশিশু অংশ নেয় এই আয়োজনে। যেখানে তারা শুধু ঈদের নতুন পোশাকই পায়নি, বরং গল্পের সুরে, রঙের মাধুর্যে, আর সৃজনশীলতার আনন্দে উদযাপন করেছে একটি রঙিন দিন।

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুরা অংশ নেয় নানা সৃজনশীল ও মজার কার্যক্রমে-গল্প বলা, মেহেদী দেয়া, ছবি আঁকা, আর নিজ হাতে ঈদ কার্ড তৈরি করা।

কেউ আপন মনে কাগজে রঙের ছোঁয়া দিয়ে ফুটিয়ে তুলেছিল নিজের কল্পনার জগৎ, কেউ আবার মেহেদীর নকশায় রাঙিয়ে নিচ্ছিল হাত। তাদের থেকে আবার কয়েকজন বলছিল জীবনের গল্প- তার ছোট-বড় স্বপ্নের কথা, চাওয়া-পাওয়ার অনুভুতি আর ভালোবাসার কথা।

এদিন শুধু শিশুদের জন্যই ছিল না, স্বেচ্চাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। ইউনিস্যাবের স্বেচ্ছাসেবকরা শুধু উপহার দিয়ে দায়িত্ব শেষ করেনি, বরং তাদের সময়, ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে পথশিশুদের দিনটি আনন্দময় করে তুলেছে।

আমরা শুধু ঈদের পোশাক দেইনি, আমরা ওদের সঙ্গে ঈদ উদযাপন করেছি, বলছিলেন এক স্বেচ্ছাসেবক। ওদের চোখের সেই খুশি, উচ্ছ্বাস -এটাই আমাদের সবচেয়ে বড় উপহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিস্যাবের সদস্যরা, অ্যালামনাই, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা। পুরো সময়জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর এক সঙ্গে সময় কাটানোর উষ্ণতা।

ইউনিস্যাবের নেতৃবৃন্দ বলেছেন, এই আয়োজন শুধু একটি দিনের জন্য নয়, এটি একটি বার্তা- ঈদের আনন্দ তখনই পুর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। ‘পথশিশুদের জন্য ঈদ’ শুধু ঈদের পোশাক বা উপহার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধনে গড়ে ওঠে, যেখানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবখানে। ইউনিস্যাব প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার, তাদের স্বপ্নের রঙ আরও উজ্বল করে তোলার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত