কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের ১৪তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। সবশেষ চার দেখায় আলবিসেলেস্তেদের হারাতে পারেনি ব্রাজিল। তবে এবার ব্রাজিল হারাবে আর্জেন্টিনাকে, এমনটি বলছে রাফিনহা।
২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। এরপর চার দেখায় আর্জেন্টিনা জিতেছে তিনটি (তিন ম্যাচই ১-০), একটি গোলশূন্য ড্র হয়।
২০২৩'র নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানাতে স্বাগতিক ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা।
বার্সেলোনায় খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা বলেন, 'সবশেষ যখন আমরা মারাকানায় খেলেছিলাম, তখন আমি ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো, তাদের হারাই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।'