নেপালের প্রধানমন্ত্রী ও দেশটির কমিউনিস্ট পার্টি ইউএমএলের প্রেসিডেন্ট কেপি শর্মা ওলির সঙ্গে কাটমান্ডুতে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল সোমবার দেড় ঘণ্টার বৈঠকে বাংলাদেশ-নেপাল সম্পর্কসহ দুই পার্টির দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন তারা। দুই নেতা উপমহাদেশের পরিস্থিতিসহ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন নিয়েও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সাইফুল হক বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করেন।