সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

তামিম আমার ছেলের মতো, ওর জন্য দোয়া করছি: সাকিবের বাবা

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম

একসময় সাকিব আল হাসান আর তামিম ইকবালর মাঝে ছিল গভীর বন্ধুত্ব। একসময় তা রূপ নেয় চরম দ্বন্দ্বে। মিডিয়ায় এসব প্রকাশ হওয়ায় দুজনকেই বহু প্রশ্নের জবাব দিতে হয়েছে। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম যখন আইসিইউতে, তখন সাকিব বহু দূরের দেশ থেকে তার জন্য প্রার্থনা করলেন। আজ সাকিবের বাবা-মাও এসে হাসপাতালে দেখে যান তামিমকে।

মঙ্গলবার বেলা ১২টার পরপর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে আসেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। দুজনে সিসিইউতে গিয়ে তামিমকে দেখে আসেন। এরপর তামিমের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। ঘণ্টাখানেকের বেশি হাসপাতালে থেকে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা বেরিয়ে যান। এসময় সাংবাদিকদের সঙ্গে সামান্য কথাও বলেছেন মাশরুর রেজা।

তামিমের অসুস্থতার খবরে সোমবার রাতে সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্যলাভের প্রার্থনা করে আবেগঘন এক বার্তা দেন সাকিব। এক প্রশ্নে সাকিবের বাবা বলেন, ‘তামিমের সঙ্গে সাকিবের কথা হয়েছে কিনা, জানি না। তবে তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে। আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।’

জানা গেছে, গতকাল সন্ধ্যায় ফোনে তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন সাকিব। এদিকে মাশরুর রেজা জানালেন, তামিম শুধু তার ছেলের বন্ধুই নন; তামিমের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ অনেক পুরনো, ‘(তামিম) আমার ছেলের মতো...তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তার বাবার সঙ্গে আমার সম্পর্ক।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত