রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আর্জেন্টিনা-ব্রাজিল ৫ স্মরণীয় ম্যাচ

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ সবসময়ই রোমাঞ্চকর। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা প্রীতি ম্যাচ—যেখানেই হোক, এই দুই দল যখন মুখোমুখি হয়, উত্তেজনার পারদ চরমে ওঠে। ইতিহাসের পাতা বলছে, দুই দল এখন পর্যন্ত ১১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে, যেখানে ব্রাজিল জিতেছে ৪৬ বার, আর্জেন্টিনা জয় পেয়েছে ৪২ বার, আর ২৬টি ম্যাচ ড্র হয়েছে।  

দুই দলের স্মরণীয় কিছু ম্যাচ_

৫. আর্জেন্টিনা ১–২ ব্রাজিল: বিশ্বকাপ, ১৯৭৪  
১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ব্রাজিল। জার্মানের হ্যানোভারে রিভেলিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল, তবে মাত্র তিন মিনিটের ব্যবধানে মিগুয়েল ব্রিনদিসি গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। তবে জয় নিশ্চিত করেন জেরজিনহো, যিনি দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন।  

জয় নিশ্চিত করেন জেরজিনহো

৪. ব্রাজিল ০–১ আর্জেন্টিনা: বিশ্বকাপ, ১৯৯০  
ইতালি বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয় দুই দল। জুভেন্তাসের মাঠে ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণের পর ৮৩ মিনিটে ক্লডিও ক্যানিজিয়ার গোল আর্জেন্টিনাকে এনে দেয় ঐতিহাসিক জয়। এই ম্যাচটি ছিল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র নকআউট পর্বে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই।  

৮৩ মিনিটে ডিয়েগো ম্যারাডোনার পাসে ক্লডিও ক্যানিজিয়া করেন জয়সূচক একমাত্র গোল

৩. ব্রাজিল ২–০ আর্জেন্টিনা: কোপা আমেরিকা সেমিফাইনাল, ২০১৯  
২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়। ঘরের মাঠ বেলো হরিজন্তেতে নেইমারহীন ব্রাজিল দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২-০ গোলে জয় পায়। গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর গোলে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল এবং পরে শিরোপাও জেতে।  

 গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর গোলে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল

২. আর্জেন্টিনা ২–২ (২–৪ পেনাল্টি) ব্রাজিল: কোপা আমেরিকা ফাইনাল, ২০০৪  
২০০৪ সালের কোপা আমেরিকা ফাইনাল ছিল দুই দলের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ। পেরুর লিমায় শেষ মুহূর্তে আর্জেন্টিনা এগিয়ে গেলেও আদ্রিয়ানোর নাটকীয় গোল ম্যাচকে নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনা দুটি পেনাল্টি মিস করায় ব্রাজিল জিতে শিরোপা ঘরে তোলে।

আদ্রিয়ানোর নাটকীয় গোল ম্যাচকে নিয়ে যায় টাইব্রেকারে  

১. আর্জেন্টিনা ১–০ ব্রাজিল: কোপা আমেরিকা ফাইনাল, ২০২১  
মারাকানায় ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের মহারণে ইতিহাস গড়ে লিওনেল মেসির দল। আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনা ২৮ বছর পর শিরোপা জেতে এবং মেসি তার প্রথম আন্তর্জাতিক ট্রফি হাতে তুলেন।

  আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনা ২৮ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের পরিসংখ্যান  
মোট ম্যাচ:              ১১৮
আর্জেন্টিনার জয়:       ৪৬  
ব্রাজিলের জয়:           ৪২
ড্র:                          ২৬  

এই প্রতিদ্বন্দ্বিতা কেবল ম্যাচের ফলাফলে সীমাবদ্ধ নয়, ফুটবলীয় আবেগ, ঐতিহ্য এবং গৌরবের লড়াইয়ের প্রতীক। প্রতিবার যখন আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে নামে, তখন ফুটবল বিশ্ব অপেক্ষায় থাকে আরেকটি মহারণের জন্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত