মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কেপিজে থেকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে তামিমকে

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম

শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তামিম ইকবালকে। মঙ্গলবার সন্ধ্যার পর বিশেষ অ্যাম্বুলেন্সে করে তামিমকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

গতকাল সোমবার ডিপিএলের ম্যাচে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিমকে কেপিজে হাসপাতালে নেওয়া হলে দ্রুততম সময়ের মধ্যে হার্টে রিং পরানো হয়। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তার প্রাথমিক ঝুঁকি কাটান তিনি। চিকিৎসকদের পরামর্শে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। 

তবে পরিবারের চাওয়ার পর কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড ব্যাপারটি নিয়ে আলোচনায় বসেন। একদিন পর তামিমের শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে আসায় হাসপাতাল পরিবর্তনের পক্ষে মত দেন চিকিৎসকরা। তারই প্রেক্ষিতে কেপিজে থেকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে তামিম ইকবালকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত