বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় নেতার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে খুলনায়। নগরীর পঞ্চবীথি ক্লাবের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দুটি করা হয়। এর মধ্যে গত সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে একটি এবং সংগঠনটির জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় অন্য মামলাটি করেন।
নাঈম হাওলাদারের করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ এবং যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম। শেখ সাকিব আহমেদের মামলায়ও আসামি চারজন। এই মামলায় রাশেদ ও জনির সঙ্গে গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরোন নামে একজনকে আসামি করা হয়েছে। স্বাধীনতা দিবস ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।
কমিশনপ্রাপ্তরা হচ্ছেন : মোহাম্মদ ছালজার রহমান, এনপিপি, এমসিপিও (এসডব্লিউ); মো. মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (এফসি-১); মোল্লা মোশফিকুর রহমান, এমসিপিও (এস); মো. আনোয়ার হোসেন, এমসিপিও (মেড) (আইসিএ); মোহাম্মদ হেলাল উদ্দীন, এনজিপি, এমসিপিও (আর); মোহাম্মদ তফাজ্জল হোসেন, এমসিপিও (এক্স) (পিআরআই); মোহাম্মদ দিদার হোসেন, এমসিপিও (ই); মোহাম্মদ সহিদুর রহমান, এমসিপিও (ক্যাট); শাহাজালাল আলম, এমসিপিও (রেগ); মোহাম্মদ আলমগীর হোসেন, এনজিপি, এমসিপিও (এক্স) (সিডি-১)।
নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আইএসপিআর