শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাশমিকার মেয়ের সঙ্গেও অভিনয় করব: সালমান খান

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

এই ঈদে মুক্তি পাচ্ছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তারা, তবে সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই একটি বিষয় নিয়ে চলছে ব্যাপক আলোচনা— তাদের বয়সের পার্থক্য।  

৫৯ বছর বয়সী সালমানের সঙ্গে ২৮ বছর বয়সী রাশমিকার জুটি অনেকের কাছেই বেমানান মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে সমালোচনা করেছেন, কেউ কেউ আবার এই বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।  

সম্প্রতি ‘সিকান্দার’-এর ঝলক উন্মোচন অনুষ্ঠানে বয়সের পার্থক্য নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সালমান খান। এক সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন এ বিষয়ে। কিন্তু সালমান তার নিজস্ব রসিকতার ঢঙে এমন উত্তর দেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।  

সালমান বলেন, ‘নায়িকার যদি এতে কোনো সমস্যা না দেখে, তাহলে আপনাদের এত চিন্তা কেন?’ 

শুধু এখানেই থামেননি তিনি। আরও এক ধাপ এগিয়ে রসিকতা করে বলেন, ‘যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে, তখন তার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব! আমি নিশ্চিত, মেয়ের মা-এর অনুমতি ঠিকই পেয়ে যাব!’  

তার এই মন্তব্যের পর পুরো মঞ্চে হাসির রোল পড়ে যায়, এমনকি নেটিজেনরাও মজার প্রতিক্রিয়া জানাতে থাকেন।  

এই হাসি-ঠাট্টার মধ্যেও সালমান খানের সিনেমা ‘সিকান্দার’ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। এই অ্যাকশনধর্মী সিনেমা ঈদে বক্স অফিস কাঁপাবে বলেই মনে করছেন অনেকেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত