শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

'সবসময় ফুটবল নিয়ে কথা বলা', আর্জেন্টিনা দল নিয়ে মেসি

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

আর্জেন্টিনা জাতীয় দল ইতিহাস গড়ে ব্রাজিলকে বিধ্বস্ত করেছে। পূর্ণ দর্শকে ভরা মনুমেন্টাল স্টেডিয়ামে, লিওনেল স্কালোনির দল তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে ৪-১ গোলে পরাজিত করেছে, যা পুরো বিশ্বে আলোড়ন তুলেছে। ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে না খেলতে পারা লিওনেল মেসি ম্যাচ শেষে ইনস্টাগ্রামে তার সতীর্থদের উদ্দেশে একটি স্টোরি পোস্ট করেন।  

"ভিতরে, বাইরে, যেখানেই হোক এই জাতীয় দলের সঙ্গে। সবসময় ফুটবল দিয়েই কথা বলা। দারুণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন! উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্যও শুভেচ্ছা," লিখেছেন কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 

এর আগে, ম্যাচের পরপরই মেসি তার মিয়ামির বাড়ি থেকে একটি ছোট ভিডিও পোস্ট করেন। শুয়ে থাকা অবস্থায় তিনি টিভির স্ক্রিনে ম্যাচের ফলাফল ও উদযাপনের দৃশ্য দেখান। বিনয়ী মেসি নিজেকে আলোচনার বাইরে রেখে শুধু হাততালির ইমোজি যোগ করেন, তার সতীর্থদের কৃতিত্ব দিতেই যেন ব্যস্ত ছিলেন। এই দলটির সঙ্গেই তিনি দুইটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা জিতেছেন।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত